ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতের নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর আরও চার সদস্য।
শুক্রবার জম্মু-কাশ্মীরর কুপওয়ারা জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিহতদের মধ্যে সিআরপিএফের এক পরিদর্শক, একজন সৈন্য ও জম্মু-কাশ্মীর পুলিশ বিভাগের দুই সদস্য ও দুজন হামলাকারী রয়েছেন।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
হঠাৎ করেই একটি বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। এর পাল্টা জবাব দেয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই এলাকায় আরও বিস্তৃত অভিযান চালানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সিআরপিএফের ৪০ সদস্য নিহত হন। এরপরই উত্তাপ ছড়াতে থাকে ভারত-পাকিস্তানের মধ্যে।
দুদেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে ভারত।