বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ, নেটবুক ও ট্যাবলেট কম্পিউটারের মেলা।
মেলার নাম: ল্যাপটপ ফেয়ার ২০১৫ l আয়োজক: এক্সপো মেকার। এটি ১৫তম আয়োজন।
প্রবেশমূল্য: প্রবেশমূল্য ৩০ টাকা। শিক্ষার্থীদের টিকিট লাগবে না। l সময়সূচি: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত l স্টল সংখ্যা: ৫০, প্যাভিলিয়ন : ৩, মিনি প্যাভিলিয়ন: ৭টি l অংশগ্রহণকারী প্রতিষ্ঠান: স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লি., লেনোভো, এইচপি, এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড, ডেল, আরএনটেক, এইচপিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, কমজগৎ টেকনোলজিস এবং গ্যাজেট গ্যালারি l অংশগ্রহণকারী ব্র্যান্ড: এইচপি, এসার, আসুস, ডেল, অ্যাপল, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, অ্যাভিরা, লজিটেক, মাইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইসেল, জেটকাইট নাইন, প্রেস্টিজিও ও জিওনি l প্রধান পৃষ্ঠপোষক: তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগের খবরভিত্তিক ওয়েব পোর্টাল টেকশহর ডটকম l সহপৃষ্ঠপোষক: এসার, আসুস, ডেল ও এইচপি l অংশীদার: এবিসি রেডিও, এডুমেকার ও ট্রন।