রোববার শেষ দফার ভোট নরেন্দ্র মোদীর বারাণসীসহ ৫৯ আসনে।
বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৭ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ রোববার (১৯ মে)। সাত দফার ভোটের এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন উত্তর প্রদেশের বারাণসীসহ দেশের আটটি রাজ্যের ৫৯ সিটে ভোট হবে।
এ দফায় উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের নয়টি, পঞ্জাবের ১৩টি, বিহারের আটটি, মধ্যপ্রদেশের আটটি ও হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৯১৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভারতীয়রা।