রোববার শেষ দফার ভোট নরেন্দ্র মোদীর বারাণসীসহ ৫৯ আসনে

রোববার শেষ দফার ভোট নরেন্দ্র মোদীর বারাণসীসহ ৫৯ আসনে।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৭ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ রোববার (১৯ মে)। সাত দফার ভোটের এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন উত্তর প্রদেশের বারাণসীসহ দেশের আটটি রাজ্যের ৫৯ সিটে ভোট হবে।
এ দফায় উত্তর প্রদেশের ১৩টি, পশ্চিমবঙ্গের নয়টি, পঞ্জাবের ১৩টি, বিহারের আটটি, মধ্যপ্রদেশের আটটি ও হিমাচল প্রদেশের চারটি ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এ পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ ৯১৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভারতীয়রা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.