৪৩ ক্যাজুয়াল কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলো বাংলাদেশ বিমান

৪৩ ক্যাজুয়াল কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলো বাংলাদেশ বিমান।

ক্যাজুয়াল (নৈমিত্তিক) কর্মীদের চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যারা ১২ বছর ধরে বিমানে কর্মরত, এমন ৪৩ জনকে নিয়োগ দিলো রাষ্ট্রয়াত্ত এই এয়ারলাইন্স।
সোমবার (০৩ জুন) দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

প্রধান অতিথির বক্তব্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিল বলেন, কোম্পানিতে পরিণত হবার পর দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানে চূড়ান্ত জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এছাড়া সংস্থার বিভিন্ন বিভাগে কর্মরত নৈমিত্তিকভিত্তিক জনবলকে পর্যায়ক্রমে চুক্তিভিত্তিক কর্মচারীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা বিবেচনা করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বিমান কর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দীন আহমেদ ও মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.