বদলির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানের তুলকালাম কান্ড।
বিমানের বিভিন্ন শাখার ১৬ কর্মচারীকে ঢাকার বাইরে বদলির ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটিয়েছে শ্রমিক-কর্মচারী ও সিবিএ নেতারা। বৃহস্পতিবার দিনভর তারা বিমানের মোটর ট্রান্সপোর্ট বিভাগে ভাংচুরসহ ব্যাপক তান্ডব চালায়। এসময় বিমানের শীর্ষ কর্মকর্তারা গিয়েও তাদের শান্ত করতে পারেনি। জানাগেছে সিবিএ নেতাকর্মীসহ অন্তত অর্ধশত শ্রমিক কর্মচারীরা সকালে মোটর ট্রান্সপোর্ট বিভাগে গিয়ে ভাংচুর করে। তারা বিমান বন্দরের যাত্রী আনা নেয়াসহ গ্রাউন্ড সার্ভিসের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এই সময় তারা বিমানের পরিচালক (প্রশাসন) জিয়া উদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এই ঘটনায় এমটি শাখার শ্রমিকলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানের প্রশাসন বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, শুধু শ্রমিক-কর্মচারী নয় বেশ কয়েকজন কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরে ভিভিআইপি মুভমেন্ট ছিল। তারপরও তারা দিনভর ট্রান্সপোর্ট শাখায় তান্ডব চালায় ও গাড়ি চলাচল বন্ধ রাখে। তিনি বলেন, ১৬ জনের মধ্যে ১৩জনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। তিনি বলেন, ঈদের আগে এই বদলির অর্ডার হয়েছিল। কিন্ত মানবিক কারণে ও তাদের অনুরোধে ঈদের আগে বদলি স্থগিত করা হয়েছিল। ঈদ শেষ হওয়ায় এখন সেই অর্ডার কার্যকর করা হয়েছে।