বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার। তিনি এর আগে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) দায়িত্ব পালন করেন।
২০০০ সালের ডিসেম্বরে বিমানের ইন্ডাস্ট্রিয়াল রিলে বিভাগে যোগ দেন তাহেরা খন্দকার। এরপর দীর্ঘদিন বিমানের ফরেন সেল, রেগুলেশন্স, অডিট, পারসোনালসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি। তিন বছর ধরে বিএফসিসি বিভাগের ডিজিএম পদে দেখা গেছে তাকে।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ছিলেন শাকিল মেরাজ। বিমানের মোটর ট্রান্সপোর্ট বিভাগে পদায়ন করা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১৩ জুন) এই বদলি করেছে বিমানের প্রশাসন বিভাগ।
২০১৬ সালের অক্টোবরে শাকিল মেরাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে বিমানে কর্মরত আছেন তিনি। লন্ডন, কলম্বো, সিঙ্গাপুর, সোফিয়া ও জেনেভায় অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা আছে তার। বিমানে যোগ দেওয়ার আগে ইংরেজি দৈনিক দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেছিলেন তিনি।