ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি।

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা ৮ মিনিটে দেশটির উত্তরের মালুকুর টারনেট শহর থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

দেশটির ভৌগলিক সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১ মাত্রা। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।গত বছর ইন্দোনেশিয়ায় বেশ কয়েকবার ভূমিকম্প ও সুনামির মতো প্রকৃতিক দুর্যোগ আঘাত হানে।

গত বছরের সেপ্টেম্বরে সুমাত্রার পাশে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর আঘাত হানা সুনামিতে কমপক্ষে দুই হাজার বাসিন্দা প্রাণ হারান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.