এবার কচ্ছপ ধরা পড়ল বিমানবন্দরে

aপ্রায় ৪১ লাখ টাকার সোনা জব্দ করার মাত্র ৩ ঘণ্টা পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০টি কচ্ছপ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের এক নাম্বার স্ক্যানার গেট থেকে এগুলো জব্দ করা হয়।

পরে কচ্ছপগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের দাবি, এসব কচ্ছপের মূল্য ৩ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামালের ভাষ্য, মেরুন ও কালো রঙের বড় দুটি ট্রলির ভেতর কচ্ছপগুলোকে পাওয়া যায়। মালয়েশিয়ান এয়ারলাইনসে করে এগুলো কুয়ালালামপুরে পাচার করা হচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বনবিভাগের পরিদর্শক অসীম মলি্লক বলেন, এগুলো কালিকাট্টা প্রজাতির কচ্ছপ। বিদেশে এর একটির মূল্য ৩ হাজার টাকার মতো। তিনি বলেন, ইদানীং ভারত থেকে সীমান্ত দিয়ে এ ধরনের কচ্ছপ বাংলাদেশে আনা হচ্ছে। পরে আকাশপথে বাইরে পাচার করা হয়। হাতবদলের সঙ্গে সঙ্গে এ ধরনের প্রাণীর মূল্য বেড়ে যায়। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশে কালিকাট্টা কচ্ছপের সুপের চাহিদা রয়েছে। এর খোলস ছোট ছোট ব্যাগের ওপর বসানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.