ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার বিকেলে দুবাই থেকে আসা ওই উড়োজাহাজ হ্যাংগার এরিয়ায় পার্ক করা হলে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত এ স্বণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধভাবে এ স্বর্ণ বহনের দায়ে বিমানের ওই উড়োজাহাজকেও আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, উড়োজাহাজটি হ্যাংগার এরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল এবং সেখানেই অবতরণের পর স্বর্ণের বারগুলো কারো কাছে হস্তান্তর করা হতো।
এর আগে, অবৈধভাবে স্বর্ণ বহনের আরো তিনটি উড়োজাহাজ আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।