বুর্জ খলিফা সজ্জিত হবে সৌদি আরবের পতাকায়।
বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন বুর্জ খলিফা সৌদি আরবের পতাকার রঙে সজ্জিত হবে। আর এ কাজটি হবে স্থানীয় সময় সোমবার রাতে। দেশটির দৈনিক খালিজ টাইমস আয়োজক কর্তৃপক্ষের বরাতে রোববারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের পতাকায় কালেমা লেখা রয়েছে। তারই মাধ্যমে আগামীকাল সোমবার সন্ধ্যা থেকে বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবনটি সজ্জিত হবে। তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা ৭টা ১৫, ৮টা ১০, ৯টা ১০, ৯টা ৫০ ও ১০টা ২০ মিনিট।
আগামীকাল সোমবার সৌদি আরবের ৮৯ তম জাতীয় দিবস। মূলত সেই দিবসকে উপলক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের মিত্র সৌদি আরবের জাতীয় দিবস উদযাপনের শরিক হতেই এমন পদক্ষেপ নিয়েছে। গোটা আমিরাত দিনটি উদযাপন করবে।
সংযুক্ত আরব আমিরাতের বিশেষ দিন উদ্যাপন কিংবা আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে মোট ২ হাজার ৭২২ ফুট উচ্চতার বুর্জ খলিফায় ডিজিটাল প্রদর্শনী নতুন নয়। বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবনটিতে অহরহই এমন ঘটনা ঘটে।
চলতি বছর গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এমন লাল-সবুজের পতাকা প্রদর্শিত হয় বুর্জ খলিফায়। স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এবং ১০টা ১০ মিনিট—৯০ সেকেন্ড করে দুবার বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়।