ডিএনএ মেলাতে বাগদাদির অন্তর্বাস চুরি

ডিএনএ মেলাতে বাগদাদির অন্তর্বাস চুরি।

গভীর রাত। উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবের বারিশা গ্রাম নিশ্চিদ্র ঘুমে আচ্ছন্ন। জনবিরল প্রান্তরে কয়েকটা বাড়ি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তার মাঝেই একটা বড়সড় কম্পাউন্ড।

গোয়েন্দা তথ্য আছে এখানেই সপরিবারে লুকিয়ে রয়েছে বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদি। কম্পাউন্ড ঘিরে সতর্ক প্রহরা।

আইএসের মতোই পোশাক পরে কম্পাউন্ডের দেয়াল টপকে ভেতরে ঢুকলেন কুর্দি বাহিনীর এক চৌকস গুপ্তচর। সতর্ক ও ধীর তার গতি। বাগদাদির ঘরে ঢুকে তার এক জোড়া অন্তর্বাস চুরি করে নিরাপদে বেরিয়ে এলেন তিনি। কাকপক্ষীও টের পেল না।

সোমবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) কর্মকর্তা পোলাট ক্যান ওই অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।

আইএসপ্রধানকে হত্যার ছক কষার অনেক আগে থেকেই ঘুঁটি সাজাচ্ছিল এসডিএফ। বারিশা চত্বরে বাগদাদির সম্ভাব্য আস্তানার খোঁজ মেলার পর থেকেই তার প্রতিটি গতিবিধির ওপর সতর্ক নজর ছিল তাদের।

পোলাট ক্যান জানান, চুরি করা বাগদাদির অন্তর্বাস ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে ডিএনএ টেস্টের কাজে লাগানো হয়। বাগদাদিকে হত্যার পরে এ ডিএনএ’র সঙ্গে মিলিয়ে দেখেই মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হন যে সত্যি সত্যিই কুখ্যাত জঙ্গি নেতাকে নির্মূল করা সম্ভব হয়েছে।

টুইটে পোলাট লিখেছেন, ‘বাগদাদির খোঁজ পেতে এবং তাকে খুব কাছ থেকে নজরে রাখার জন্য আমরা গত ১৫ মে থেকে সিআইএ’র সঙ্গে একসঙ্গে কাজ করছিলাম। আল বাগদাদিও ঘন ঘন নিজের আস্তানা বদল করছিল।’

জানা যায়, বারিশা এলাকায় নতুন ঘাঁটি তৈরি করে সপরিবারে লুকিয়ে আছে বাগদাদি। সঙ্গে রয়েছে একদল আইএস জঙ্গিও। পোলাটের দাবি, যেখানে বাগদাদি আস্তানা গাড়ছিল সেখানে তার নিত্যব্যবহার্য জিনিসও পৌঁছে দিচ্ছিল তার সাঙ্গপাঙ্গরা।

কুর্দি চরের বিষয়ে তিনি টুইটে লিখেছেন, ‘আমাদের গুপ্তচররা যারা বাগদাদির কাছাকাছি পৌঁছতে সক্ষম ছিল, তারা ওর অন্তর্বাস চুরি করে। যাতে করে বাগদাদির পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়।’

এদিকে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ওপর ঝাঁপিয়ে পড়া মার্কিন সেনা কুকুরটি ‘বীর’ খেতাব পেয়েছে। অনেকেই তাকে ‘গুড বয়’ উপাধি দিয়েছেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুকুরটিকে ‘সুন্দর’ ও ‘মেধাবী’ অ্যাখ্যা দিয়ে বলেন, তার তাড়া খেয়েই বাগদাদি গুহার মধ্যে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয়।

এতে কুকুরটির পায়ে সামান্য ক্ষত তৈরি হয়েছে। ‘সেনা মর্যাদায়’ তার চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেন, সামান্য জখম হলেও তার তেজ বিন্দুমাত্র কমেনি। আইএস জঙ্গিদের নিশানায় রয়েছে সে। এজন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। খবর এএফপির।

বাগদাদিকে হত্যায় মার্কিন সেনার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছে কুকুরটি। অন্ধকার সুড়ঙ্গে গন্ধ শুঁকে সেনাদের পথনির্দেশ দিয়েছিল বেলজিয়ান ম্যালিনয়েস জাতের এ জাঁদরেল কুকুর। বাগদাদিকে ধরতে সুড়ঙ্গের ভেতর একা ছুটে গিয়েছিল। একে দেখেই চিৎকার করে উঠেছিল আইএস প্রধান। কোঁকিয়ে কেঁদে উঠেছিল তার তিন সন্তান।

মার্কিন সেনার অনেক অভিযানেই সাহসের পরিচয় দিয়েছে এ সেনা-কুকুর। ট্রাম্প টুইটারে বলেন, ‘আমরা এ সাহসী সেনা-কুকুরের ছবি সামনে আনছি, তবে এর পরিচয় গোপনই থাক।

আইএস প্রধানকে ধরতে এবং তার হত্যা অভিযানে সবচেয়ে বেশি কৃতিত্ব এ সেনা-কুকুরেরই।’ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুকুরটির চিকিৎসা চলছে। নিরাপত্তাও বহুগুণ বাড়িয়ে দেয়া হয়েছে।

মার্ক মিলে বলেন, অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে এ বেলজিয়ান সেনা-কুকুর। আইএস জঙ্গিদের নিশানায় রয়েছে কুকুরটি। মার্কিন ওয়ার ডগ অ্যাসোসিয়েশনের বাকি বেলজিয়ান ম্যালিনয়েসদের মধ্যে এ কুকুরটি সেরা। ২০১১ সালে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে নির্মূলেও এমনই এক ম্যালিনয়েসকে কাজে লাগিয়েছিল মার্কিন নেভি সিল।

সেই কুকুরের নাম ছিল কায়রো। ট্রাম্প জানিয়েছেন, সিরিয়া অভিযানে সবচেয়ে বেশি দক্ষতার পরিচয় দেয়ায় এ সেনা-কুকুরকে পুরস্কার দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.