ইমরানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত।
পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ইমরান খান ও তার সরকারকে হটাতে তারা লাহোর থেকে মিছিল করে রাজধানী ইসলামাবাদে এসে অবস্থান নিয়েছে।
ডন ও আল জাজিরা জানিয়েছে, আজ বিকেলে বিরোধী নেতাদের বৈঠক বসার কথা রয়েছে। ইসলামাবাদে জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির নেতা আকরাম খান দুররানীর বাসভবনে ওই বৈঠক হওয়ার কথা।

এর আগে ইমরান খান সরকারকে হঠাতে গত বুধবার থেকে বিক্ষোভ শুরু করে তারা। এর নেতৃত্বে আছেন সে দেশের জেইউআই পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান।
তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। সুতরাং এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
‘আজাদি মার্চ’ নামে বিক্ষোভ মিছিল নিয়ে বৃহস্পতিবার লাহোর থেকে তারা রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়। পরে ওই মিছিলে যোগ দেন পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) ও আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।