ফ্লাইদুবাই বিধ্বস্তের ঘটনায় শেখ মোহাম্মদের শোক প্রকাশ

hh_shekh_sm_104179291 (1)রাশিয়ায় ফ্লাইদুবাই যাত্রীবাহী প্লেনটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরোহীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।

শনিবার (১৯ মার্চ) প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন এবং নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম টুইটে লেখেন, ‘প্লেন দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।’

শনিবার (১৯ মার্চ) স্থানীয় সময় hh_sheikh_335076459ভোর ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিট) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ-অন-ডন শহরের বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের এফজেড৯৮১ ফ্লাইটটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে প্লেনটির পাইলট ও ক্রুসহ অর্ধশতাধিক আরোহী নিহত হন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই থেকে রোস্তভ-অন-ডনে উড়ে যাওয়া প্লেনটিতে ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে চারজন শিশু, ৩৩ জন নারী এবং ১৮ জন পুরুষ ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.