ব্রাসেলস বিমানবন্দর মঙ্গলবার পর্যন্ত বন্ধ

Brussels1458994449বেলজিয়ামের ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবারের আগে খোলা হবে না বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরের বাহির পথে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ১১ জন নিহত হয়। একই দিন প্রায় এক ঘণ্টা পরে ব্রাসেলসের মেট্রো রেল স্টেশনে বোমা হামলায় ২০ জন নিহত হয়। এ ঘটনার পর বেলজিয়াম দুদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।

প্যারিস হামলার সন্দেহভাজন ও বেলজিয়ামে গ্রেফতার হওয়া আব্দেস্লাম ব্রাসেলস হামলার বিষয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, প্যারিস হামলার সঙ্গে ব্রাসেলস হামলার যোগসূত্র থাকতে পারে।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ব্রাসেলস হামলার জন্য মুসলিদের গড়পড়তা দায়ী করা ঠিক হবে না। এ ঘটনা সন্ত্রাসীদের কাজ।

জাভেনটেম বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে বিচার বিভাগীয় তদন্ত শেষ হয়েছে। তবে মঙ্গলবারের আগে সেখানে যাত্রীদের ঢুকতে দেওয়া হবে না।

হামলার পর শনিবারই প্রথম ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের একটি দলকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়েছে। তারা বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরুপণ ও ভবনের সহনশীলতা যাচাই করে দেখছেন। তা ছাড়া বিমানবন্দরে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের বিষয়ে কাজ করছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.