করোনায় আক্রান্ত পাইলট, আতঙ্কে কেবিন-ক্রু’রা

বিদেশে যাননি একমাস । তারপরেও করোনা আক্রান্ত ভারতের বিমানসংস্থা স্পাইসজেটের এক পাইলট। পাইলটের রিপোর্ট পজেটিভ আসতেই ঘুম ছুটেছে সংস্থার অন্যান্ন কর্মীদের।
রবিবার সংস্থার এক মুখপাত্র জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকেই ওই পাইলট আন্তর্জাতিক বিমান ওড়াননি। ২১ মার্চ তিনি শেষবারের জন্য বিমান নিয়ে চেন্নাই থেকে দিল্লি গিয়েছিলেন। তারপরই আসুস্থ হয়ে পরেন। সেদিনের পর থেকে তিনি নিজেকে বাড়ির মধ্যে কোয়ারেন্টাইনে রেখেছিলেন। বাইরে কোথাও যাননি। কারও সঙ্গে দেখাও করেননি। শারীরিক পরীক্ষার পড় ২৮ মার্চ তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। সংস্থার ওই মুখপাত্র আরও জানিয়েছেন, ওই পাইলটের সঙ্গে যাঁদের যাঁদের সামনাসামনি দেখা বা মুখোমুখি কথা হয়েছে তাঁদের সকলকেই বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষার স্বার্থে।