২৪ ঘণ্টার মধ্যে বহু মার্কিন সেনা ইরাক ছাড়ছে 

করোনা আতঙ্কে মাঝে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরাক থেকে কয়েক’শ মার্কিনসেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ মার্কিন সেনা কমান্ডারের বরাত দিয়ে শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে ইরানি সেনা কমান্ডারকে হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে দেশটির ওপর চাপ বাড়ে। সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার অংশ হিসেবে ইতিমধ্যে ইরাকের কিরকুক প্রদেশের সামরিক ঘাঁটি কে-১ ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মার্কিন সামরিক কমান্ডার ও যৌথ বাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস ক্যাজিন্স বলেন, কিছু সেনাদের অন্য সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হবে। আর কিছু সংখ্যাক দেশে ফিরে যাবে। তবে কী পরিমাণ দেশে ফিরে যাবে তা তিনি নিশ্চিত করেননি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.