এয়ারবাসের উৎপাদন কার্যক্রম স্থগিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ধাক্কা

জোবায়ের অভি :  বিশ্বব্যাপী করোনাভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বিমান পরিবহন ব্যবসা। ইউরোপ, আমেররিকাসহ বিশ্বজুড়ে এয়ালাইনস ব্যবসায় ধস নেমেছে। বাদ যায়নি ইউরোপের সবচেয়ে বড় উড়োজাহাজ নির্মাণ কোম্পানি এয়ারবাসও। করোনাভাইরাস বিস্তার রোধে স্পেনে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর সোমবার থেকে দেশটিতে উড়োজাহাজ উৎপাদন কার্যক্রম স্থগিত করছে সংস্থাটি ।

স্পেনের সরকার ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে সব উৎপাদন কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার প্রেক্ষিতে এয়ারবাস এ সিদ্ধান্ত নিয়েছে।

এয়ারবাস বলেছে, সংস্থাটির একান্ত অপরিহার্য কিছু কার্যক্রম বাদে সব উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। সংস্থাটি অপরিহার্য কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত বলেনি। তবে এরমধ্যে নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং প্রকৌশল কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

এয়ারবাস বলেছেন, বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারীরা বাসায় থেকে কাজ করবেন। স্পেনের সরকারি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞার মেয়াদে শ্রমিকদের বেতন দেওয়া অব্যাহত থাকবে। বিশ্বে ইতালির পর করোনাভাইরাসে মৃত্যর সংখ্যায় স্পেন দ্বিতীয় সর্বোচ্চ। দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ।

মার্চ মাসের শুরুতে এয়ারবাস স্পেন ও ফ্রান্স উভয় দেশে চার দিনের জন্য অস্থায়ীভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.