বিনা বেতনে কর্মীদের ছুটিতে পাঠাল এয়ার ডেকান

আশঙ্কা ছিল করোনা সংক্রমণে চলা লকডাউনে (Lockdwon) প্রভাবিত হবে বেসামারিক বিমান পরিষেবা । আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতের বিমান সংস্থাগুলো। সেই আশঙ্কা সত্যি করে উদ্বেগ বাড়াল ভারতের এয়ার ডেকান (Air Deccan)। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল এই বিমান পরিষেবা। পাশাপাশি বিনা বেতনের ছুটিতে পাঠানো হল কর্মীদের । রবিবার মেইল করে এই সিদ্ধান্ত জানিয়েছেন এয়ার ডেকানের সিইও অরুণ সিং।

পাশাপাশি ওই মেলে অরুণ সিং আরও জুড়েছেন, “ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে বাধ্য হচ্ছি, সংস্থার সব কর্মীকে বিনা বেতনের ছুটিতে পাঠানো হল। সেই সিদ্ধান্ত স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের প্রতি প্রযোজ্য।” জানা গিয়েছে ১৮ সিটের আঞ্চলিক এই বিমান সংস্থা পশ্চিম ভারতে পরিষেবা দিয়ে থাকে। মুলত গুজরাতে যাত্রী পরিবহণের ক্ষেত্রে বেশ পরিচিত নাম এই এয়ার ডেকান।

পাশাপাশি আর্থিক পরিস্থিতি সচল রাখতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ভিস্তারার মতো সংস্থাগুলো। কর্মীদের বিনা বেতনে আবশ্যিক ছুটি, কিংবা বেতনের কিছু শতাংশ হ্রাস– সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.