প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নির্দেশে ২০১৬ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এয়ারলাইনের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
পিআইএ মুখপাত্র জানান, হজযাত্রীদের জন্য এমনভাবে ভাড়া কমানো হবে যাতে পিআইএ’র কোনো মুনাফা থাকবে না, কিন্তু কোনো আর্থিক তিও হবে না। পেশওয়ার, ইসলামাবাদ, লাহোর ও শিয়ালকোট থেকে হজের বিমান ভাড়া হবে ৯৫ হাজার ও করাচি, কুয়েত্তা ও শুক্কুর থেকে ৮৬ হাজার রুপি।
এ দিকে পাকিস্তান সরকার ধর্মবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, এ বছর হজের ব্যয় গত বছরের দুই লাখ ৬৪ হাজার ৯৭১ রুপি থেকে কমে দুই লাখ ৬৪ হাজার ৮৫১ রুপি হবে। কমিটি প্রধান হাফিজ হামদুল্লাহকে ২০১৬ সালের হজ পলিসি সম্পর্কে অবহিত করা হয়েছে। আগামী সপ্তাহে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুহাইল আমির বলেন, ‘এ বছর এক লাখ ৪৩ হাজার ৩৬৮ পাকিস্তানি হজে অংশ নেবেন।
আরও খবর