করোনাভাইরাসের প্রকোপের কারণে বিশ্বব্যাপী সমস্ত খেলাধুলা বন্ধ থাকলেও ক্রিকেটারদের ছুটি নেই। ঘরে থেকেই তারা ফিটনেস ঠিক রাখতে নানারকম ব্যায়াম করছেন। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখার ব্যাপারে নির্দেশনা দিয়েছে। এ ব্যাপারে বেশ কঠোর মনোভাব দেখাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু নির্দেশনাই নয়, রীতিমতো ভিডিও ফুটেজের মাধ্যমে বোর্ডের চুক্তিতে থাকা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেবে তারা!
ঘরোয়া ও কেন্দ্রীয় চুক্তি মিলিয়ে পিসিবির চুক্তিতে আছেন দুইশর বেশি ক্রিকেটার। গত ২৩ ও ২৪ মার্চ চুক্তিবদ্ধ এই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার অনেক আগেই করোনাভাইরাস হানা দিয়েছে পাকিস্তানে। বন্ধ হয়ে গেছে সমস্ত খেলাধূলা। গত ১৫ মার্চ থেকে দেশটিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ আছে। কিন্তু ক্রিকেটারদের ‘পরীক্ষার প্রস্তুতি’ থেমে নেই। আগামী ২০ ও ২১ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা ফিটনেস টেস্ট দেবেন।
ভিডিওতে ফিটনেসের প্রমাণ দেওয়ার জন্য কী কী করতে হবে, সেটিও জানিয়ে দিয়েছে পিসিবি। এক মিনিটে ৬০টি পুশ-আপ, ১ মিনিটে ৬০টি সিট-আপ, এক দফায় পূর্ণ ১০ বার চিন-আপ এবং আরও কিছু পরীক্ষা নেওয়া হবে। এই বিরতিতে ক্রিকেটাররা কীভাবে নিজেদের ফিটনেস ধরে রাখছেন কিংবা ঘরবন্দি সময় কীভাবে পার করছেন, তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ। প্রাদেশিক ৬টি দলের ৩২ জন করে ক্রিকেটার আছেন চুক্তিতে। নিজ নিজ দলের ট্রেনাররা তাদের পরীক্ষা গ্রহণ করবেন।