করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনার তাণ্ডবে যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, গেল ২৪ ঘন্টায় ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এই নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৭৮ জন।

আগের দিনের চেয়ে মৃত্যুহার কিছুটা কমলেও ক্রমেই ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। তবে সঠিক মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে না বলে বলছেন সরকারি কর্মকর্তারা। করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে যারা মারা যাচ্ছেন তাদেরকে গণনা না করেই মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে।

স্বাস্থ্য কর্মীরা বলছেন আগে থেকেই যাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এমন মানুষ ও বৃদ্ধদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তরুণ বা শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবানও প্রায় একই রকম। যুক্তরাষ্ট্রে রোগীদের মৃত্যু ও শারীরিক অবস্থার অবনতি এতটাই দ্রুত ঘটছে, যা দেখে বাকশূণ্য হয়ে পড়েছে স্থানীয় চিকিৎসক ও নার্সরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.