স্বাস্থ্যকর্মীদের কাছে আমি ঋণী। আইসিইউ থেকে ফেরার পর একটি বিবৃতিতে এমনটি জানালেন করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় লন্ডনের সেন্ট থমাস হাসাপাতালের ডাক্তারদেরকেও ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার বরিস জনসনকে আইসিইউ থেকে বের করে আনা হয়।
আইসিউ থেকে বের হয়ে একটি বিবৃতিতে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি তাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি তাদের কাছে ঋণী।
শনিবারও যুক্তরাজ্যে করোনা ভাইরাসে রেকর্ড ৯১৭ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৮৭৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৯১ জন।