বাংলা নববর্ষ উপলক্ষে বিমানের বরিশাল ও সৈয়দপুর-এ বৈশাখী অফার!!

biman Desh-8ঢাকা, ০৪ এপ্রিল, ২০১৬ ঃ বাংলা নতুন বছর শুরু উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল-ঢাকা অভ্যন্তরীণ রুটে ভাড়ার পরিমান কমিয়েছে। আগামী ৭ এপ্রিল হতে হ্রাসকৃত ‘বৈশাখী অফার’শুরু হবে। এই কর্মসূচী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
বর্ণিত সময়ে ঢাকা থেকে বরিশাল গন্তব্যে হ্রাসকৃত ২০০০.০০ টাকা (প্রদেয় সকল কর সহ) ভাড়ায় ভ্রমন করা যাবে। রিটার্ন যাতায়াতের জন্য অর্থাৎ ঢাকা-বরিশাল-ঢাকা’র ক্ষেত্রে দ্বিগুন ভাড়া হবে অর্থাৎ ৪০০০ টাকা।
ইতিমধ্যে গত ১ এপ্রিল হতে ঢাকা-সৈয়দপুর রুটে হ্রাসকৃত মূল্যে টিকেট বিক্রি শুরু হয়েছে। ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ৩ দিন বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে রবিবার ও বৃহস্পতি বার ছাড়া মঙ্গলবারেও তৃতীয় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। তবে ৩০ এপ্রিল পর্যন্ত মঙ্গল বারের ফ্লাইটটি সাময়িক ভাবে স্থগিত রাখাহয়েছে।
অভ্যন্তরীণ বরিশাল ও সৈয়দপুর গন্তব্যে “বিশেষ বৈশাখী অফার” বিষয়ে বিস্তারিত বিমান ওয়েব সাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স-এ জানাযাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.