সৌদি আরবে আরও ৪৭২ জনের করোনা শনাক্ত, দেশে মোট মৃত্যু ৬৫

সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে প্রাণঘাতী করোনাভাইরাস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৪ জনে। নতুন করে মৃত্যু হয়েছে ৬ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৬৫।

সোমবার (১৩ এপ্রিল) সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

দেশটির বাংলাদেশ জেদ্দা কনসুলেটের দেয়া হিসাব অনুযায়ী, সৌদিতে করোনায় এখন পর্যন্ত ১৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশটিতে স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসীরা ৭০ থেকে ৮০ শতাংশ বেশি আক্রান্ত হচ্ছেন। অসচেতনতাকে এর মূল কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিংয়ে বলেছেন, এক গবেষণায় দেখা যে আগামী কয়েক সপ্তাহে সৌদি আরবে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ২ লাখ পর্যন্ত হতে পারে। সৌদি সরকার এই ভাইরাসের বিস্তার রোধে সর্বোচ্চ সতর্ক পদক্ষেপ নিয়েছে।

তিনি সরকারের নির্দেশনা পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের শ্রমিকদের তাদের ভাষায় প্রত্যেককে এই বিষয়ে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। ভাইরাসটির বিস্তার রোধে সরকার কর্তৃক জারি করা করোনাভাইরাস সাবধানতা মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া স্বাস্থ্য নির্দেশিকা যেমন- হাতধোয়া এবং করমর্দন না করা এবং শ্বাসতন্ত্রের অসুস্থতার লক্ষণগুলো দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বন্ধ করার ওপর জোর দিয়েছে। জাতীয় দুর্যোগের এ সময়ে জনগণকে অবশ্যই আইসোলেশন এবং কোয়ারেন্টিনের নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.