করোনার বিস্তার রোধে ভারতে আরেক দফায় বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। দেশটিতে ঘোষিত লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি।
২৫ মিনেটের ভাষণে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি রাজ্য সরকারগুলোর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছি। সবাই একটি বিষয়ে একমত, আর তা হলো লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। তাই আমি এ লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিচ্ছি।’
ভারতে এর আগে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় যার সময় শেষ হলো আজ। আজকের ভাষণে মোদি লকডাউন মেনে চলার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান। মহামারি অবস্থা বিবেচনায় ২০ এপ্রিলের পর লকডাউন কিছুটা শিথিল করারও ইঙ্গিত দেন মোদি।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব। ২০ এপ্রিল পর্যন্ত দেখব, রাজগুলোর পরিস্থিতি কী। যেসব রাজ্যে সংক্রমণের ধারা কম থাকবে, সেসব রাজ্যে শর্ত সাপেক্ষে কিছু কর্মকাণ্ড শুরুর নির্দেশনা দেওয়া যেতে পারে।’
দেশবাসীর উদ্দেশে মোদি বলেন, ‘জীবন ও অর্থনীতি উভর গুরুত্বপূর্ণ। এই অবস্থার জন্য অর্থনৈতিক ক্ষতি হবে তবে বর্তমান পরিস্থিতে মানুষের জীবন বাঁচানো প্রথম কাজ। ’
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।