করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে তৃতীয়বারের মতো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করলো থাইল্যান্ড।
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে। এদিকে, করোনা মোকাবেলায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে থাইল্যান্ড।
তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রেখেছে দেশটি। ব্যতিক্রম যেমন নাগরিকদের ফিরিয়ে নেয়া, ভাইরাস সম্পর্কিত ফ্লাইট, রাষ্ট্রীয় অথবা সামরিক বিমানের উড্ডয়ন।
এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো। নিষেধাজ্ঞার বাইরে কোনো ফ্লাইটে যদি কেউ দেশে ফেরেন তাহলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
থাইল্যান্ডে করোনাভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৪৩ জন এবং মারা গেছেন ৪৩ জন।