বিমানে এক যাত্রী কামড়ে দিল আরেকজনকে

107658_18ব্রিটিশ এয়ারওয়েজে এক যাত্রীর কামড়ে ক্ষতবিক্ষত হয়ে আরেক যাত্রী হাসপাতলে ভর্তি হয়েছেন। দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যাত্রীর নাম ক্রিস্টোফার ম্যাকনেরলিন। এক মদ্যপ ক্রুদ্ধ যাত্রীকে শান্ত করার জন্য ক্রু সদস্যদের সহায়তা করার সময় তার হাতে কামড় বসানো হয়।
খবরে বলা হয়েছে, শুক্রবার ফ্লাইট বিএ০১০৪-এ এই ঘটনা ঘটে। ওই লোকটি কেন উত্তেজিত হয়েছিল, তা জানা যায়নি।
ব্রিটিশ মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়স্ক এক ব্যক্তিকে এক যাত্রী কামড় দিয়েছেন। লোকটি মদ্যপ ছিল।
আর আহত লোকটিকে হাসপাতালে নেয়া হয়েছে।plannne111222

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.