বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩০ মিলিয়ন ডলার দেবে চীন

নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বব্যাপী প্রচেষ্টায় সমর্থন ও উন্নয়নশীল দেশগুলোতে জনস্বাস্থ্য ব্যবস্থা গঠনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আরও ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুখপাত্র জেং শুয়াং প্রেস ব্রিফিংয়ে বলেন, মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের নেতৃত্বে ডব্লিউএইচও সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালন এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, ভাইরাসটি মানবজাতির সাধারণ শত্রু এবং আন্তর্জাতিক সম্প্রদায় শুধুমাত্র ঐক্য ও সহযোগিতার মাধ্যমে এটিকে পরাজিত করতে পারে। মহামারিটির বিরুদ্ধে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে জাতিসংঘের মর্যাদা রক্ষা করছে ডব্লিউএইচও।

মার্চ মাসে চীন কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে সমর্থন করার জন্য ডব্লিউএইচওকে ২০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল।

মুখপাত্র আরও বলেন, ডব্লিউএইচও’র কাছে চীনের অনুদান চীনা সরকার এবং জনগণের সমর্থন ও আস্থা প্রতিফলিত করেছে। বিশ্ব জনস্বাস্থ্য এবং মহামারির বিরুদ্ধে লড়াইয়ে চীনও অবদান রেখেছে।

‘চীন অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে মহামারি, আঞ্চলিক ও বৈশ্বিক জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য পারস্পরিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে এবং মানবজাতির ভবিষ্যত নিয়ে একটি সম্প্রদায় গড়ে তুলবে,’ যোগ করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.