ভারতে সেলুনে গিয়ে করোনায় আক্রান্ত ৬ জন

ভারতের মধ্যপ্রদেশে সেলুনে গিয়ে ছয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।সেলুনটি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁওয়ে অবস্থিত। এ ঘটনার পর পুলিশ পুরো গ্রামটি সিল করে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, একই কাপড় ব্যবহার করে ওই ছয়জনের চুল-দাড়ি কেটেছিলেন নাপিত। গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

এ ঘটনার পর ওই দিন আরও যে ১২ জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছয়জনের শরীরে সংক্রমণ মিলেছে।

তবে সেলুনের নাপিতের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খারগোনে জেলার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ড. দিব্যেশ ভার্মা।

প্রসঙ্গত খারগোনে জেলায় ৬০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ছয়জন। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ হাজারের বেশি। মারা গেছেন ৭৭৯ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.