ভারতের কেরলা রাজ্যের পারাভুর এলাকার পুতিনগাল মন্দিরে আগুন লেগে ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২শ জন।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে মন্দিরে আগুন ধরে যায় বলে বিবিসি জানিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পূঁজা উদযাপনের জন্য সংরক্ষিত আতশবাজির স্তূপ থেকে ওই আগুনের সূত্রপাত। ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকাটি বলছে, ওই দুর্ঘটনার আগেই পুলিশ মন্দির কর্তৃপক্ষকে আতশবাজি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিল।
এদিকে ওই অগ্নিকাণ্ডে গুরুতর আহতদের থিরুভানান্থাপুরাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ চেন্নিথালা।