ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনিই ইয়াতসেনউক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বাস্তব পরিবর্তন আনতে রাজনীতিকদের ব্যর্থতাকে দায়ী করে আগামী সপ্তাহে তিনি ক্ষমতা থেকে সরে দাড়াবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ক্ষমতা থেকে বিদায়ের পর ইয়াতসেনউক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। মঙ্গলবার পদত্যাগের বিষয়ে পার্লামেন্টকে অবগত করবেন তিনি।
জনসমর্থন হারাচ্ছেন উল্লেখ করে ইয়াতসেনউককে গত ফেব্রুয়ারিতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোসেনকো পদত্যাগ করার আহ্বান জানান। দেশটির এই প্রধানমন্ত্রীর সরকার অত্যন্ত নিস্ক্রিয় ও দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ রয়েছে।