মালয়েশিয়ায় তাপদাহে আড়াইশ’রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

imagesমালয়েশিয়ায় প্রচন্ড তাপদাহের কারণে সোমবার আড়াইশ’রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এল নিনোর প্রভাবে সৃষ্ট এ পরিস্থিতির কারণে খাদ্য উৎপাদন মারাতœকভাবে ব্যাহত হচ্ছে এবং বিশ্বের অনেক দেশে পানির অব্যাহত ঘাটতি তৈরি হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ৭২ ঘন্টারও বেশী সময় ধরে ৩৭ ডিগ্রীর বেশী তাপমাত্রা বিরাজ করায় মালয়েশিয়ার পারলিস ও পাহাং রাজ্যে কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রায় এক লাখ শিক্ষার্থীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারি বার্তা সংস্থা বারনামা একথা জানায়।
মালয়েশিয়ায় ঘাম ঝরানো এ তাপদাহে সবজি উৎপাদন অনেক কমে যাওয়ায় এর দাম বেড়ে গেছে। এছাড়া তাপমাত্রা মারাত্মক বেড়ে যাওয়ায় ধান ও রাবার চাষও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত মার্চ মাসে বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, ২০১৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়। জলবায়ুর নজিরবিহীন পরিবর্তনের কারণে এটা ঘটছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.