জাপানে আরও কয়েকদফা ভূমিকম্পের আশংকায় প্রায় ২৫ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জাপানের একটি সহায়তা সংস্থা এ আহবান জানিয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও একাধিক ভূমিকম্প আঘাত হানতে পারে। জাপানের রেডক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকাওয়া, সেজন্য এখন থেকেই প্রস্তুতি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েকটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার দুটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪২ জন প্রাণ হারান। আহত হন প্রায় দেড় হাজার মানুষ। পুলিশ বলছে, এখনো ১১ জন নিখোঁজ। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ৩০ হাজার কর্মী। সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। বিধ্বস্ত ওই অঞ্চলকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা দেয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।