ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘২১ শতক হবে জ্ঞানভিত্তিক। এ শতকে বিশ্ব শাসন করবে ভারত।’
মোদি বলেন, ‘ভারতের ৮০ কোটি মানুষ, যাদের বয়স ৩৫ বছরের নিচে, তাদের প্রত্যেকের সফলগাধা হবে এ দেশের এক একটি অগ্রতির গল্প। ২১ শতকে তারা জ্ঞানভিত্তিক বিশ্বের নেতৃত্ব দেবে।’
মঙ্গলবার শ্রী মাতা বৈষ্ণ দেবী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় মোদি এ কথা বলেন।
দ্য ইকোনমিকস টাইমস অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মোদি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের মনে খেলা করে ‘‘এরপর কী হবে’’। কিন্তু যে ব্যক্তি জানে সামনে কী আছে, তাকে অন্যের ওপর নির্ভর করতে হয় না।’
‘মনে করে দেখ, মা-বাবা তোমাদের জন্য কী করেছেন। তোমাদের জন্য তারা তাদের সুখ বিসর্জন দিয়েছেন। তোমাদের শৈশব নিয়ে অনেক ভাবতে হবে। তবে শৈশব কাজে নাও লাগতে পারে। সেসব ভুলে যাও এবং ভাব, তুমি কী অর্জন করেছ।’
সমাবর্তনে মোদি বলেন, ‘শ্রী মাতা বৈষ্ণ দেবী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে পূণ্যার্থীদের অর্থে। তাদের অনেকে দূরদূরান্ত থেকে এখানে এসেছেন। চল, আমরা শপথ করি গরিবদের জন্য কিছু করার। কারণ গরিব পূণ্যার্থীদের অর্থে এ বিশ্বদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।’