আইএসের কাছে শান্তির বার্তা পাঠিয়ে লাশের ছবি পেলেন ভারতের আধ্যাত্মিক গুরু

india_124894ভারতে ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্করকে শিরশ্ছেদ করা এক ব্যক্তির ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে আইএসআইএল।

শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘আমি সম্প্রতি আইএসআইএস-এর সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা আমাকে শিরশ্ছেদ করা এক ব্যক্তির লাশের ছবি পাঠিয়েছে। এভাবে আইএসআইএস-এর সঙ্গে আমার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।’

শ্রী শ্রী রবিশঙ্কর গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় আইএসআইএস কোনো শান্তি আলোচনা চায় না। এ জন্য সেনাবাহিনীকেই তাদের মোকাবিলা করতে হবে।’

তিন দিনের ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা হন শ্রী শ্রী রবিশঙ্কর।

রাজ্যে বেশ কয়েকটি বৈঠক করে তিনি ভারতের উত্তর-পূর্ব ক্ষেত্রে শান্তি আনার প্রয়োজনের ওপরে বিশেষ জোর দেন। সংশ্লিষ্ট এলাকার উগ্রবাদী সংগঠন এবং সরকারের মধ্যে শান্তি আলোচনার জন্য অনুরোধও জানান তিনি।

৫৯ বছর বয়সী রবিশঙ্কর বলেন, তার উদ্দেশ্য সব সংস্কৃতির, ধর্মের, বিশ্বাসের এবং মতাদর্শকে একসঙ্গে যুক্ত করা।

এর আগে গত জানুয়ারিতে ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ও সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়েছিল আইএসআইএল।

ওয়াইসি বলেছিলেন, ‘আইএসআইএল-এর সোশ্যাল নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমি শয়তানি চিন্তাভাবনার সন্ত্রাসী সংগঠনকে ভয় পাই না। ওরা আজ এত শক্তিশালী কারণ, ওদের পেছনে আমেরিকা রয়েছে।’

আইএসআইএল আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়ে বলেছিল, “যদি আপনি আইএস সম্পর্কে না জানেন তাহলে মুখ বন্ধ করে রাখা ভালো। আইএস খুব শিগগিরি ভারতে চড়াও হবে। আইএস বিরোধিতা আপনাকে দোজখে নিয়ে যাবে এবং এজন্য পস্তাতে হবে।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.