সিরীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটকের দাবি আইএসের

ru-teacher-murderসিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্বে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এর পাইলটকে আটক করার কথা জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার আইএস সমর্থিত সংবাদ সংস্থা আমাকের এক খবরে বলা হয়, “দামেস্কের পূর্বে হামা প্রদেশের যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কাছ থেকে প্যারাশুট যোগে নেমে আসা পাইলটকে আটক করা হয়েছে, পাইলটের নাম আজাম্ ইদ।”

অপরদিকে সিরীয় সামরিক বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, সিরীয় বিমান বাহিনীর বিমানটি কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে।

ইন্টারফ্যাক্সের উদ্ধৃতিতে ওই সূত্র বলে, “সম্প্রতি বিমানটি মেরামত করা হয়েছিল। ভূমি থেকে কোনো হামলায় এটি বিধ্বস্ত হয়নি। কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে। পাইলট প্যারাশুট যোগে নেমেছেন।”

বিমানটি মিগ-২৩ ছিল বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।

ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করে আমাক দাবি করেছে, শুক্রবার আইএস বিমানটি গুলি করে নামিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বিমানটির জ্বলন্ত ধ্বংস্তূপের পাশে আইএসের যোদ্ধারা দাঁড়িয়ে আছেন, বিমানটির একটি খণ্ডিত অংশে সিরিয়ার একটি পতাকা আঁকা আছে। বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

সিরীয় একটি বিমান গুলি করে নামানো হয়েছে বলে শুক্রবার সকালে জানিয়েছিল আইএস, তবে এর দায় স্বীকার করে কিছু বলেনি।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, দামেস্কের দক্ষিণ-পূর্বে আইএস অধিকৃত এলাকার উপর দিয়ে চক্কর দেওয়ার পর গ্রাম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির পাইলটের কী পরিণতি ঘটেছে তা জানা যায়নি।

গোলার আঘাত না কারিগরি সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছে অবজারভেটরি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.