আলেপ্পোতে নতুন করে লড়াই, ঝরলো ৩৫ প্রাণ

Syria-BG20160427113049জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে লড়াই শুরু হয়েছে সিরিয়ার আলেপ্পোতে। মঙ্গলবার ( এপ্রিল ২৭) দিনভর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৫ জন। তাদের মধ্যে আটজন শিশু ও ৫ জন উদ্ধারকর্মী রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর বিমান হামলায় মারা গেছেন ১১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন বেসামরিক উদ্ধারকর্মী।

সিরিয়ার লড়াইয়ে বিপন্ন মানুষের সেবায় অবিস্মরণীয় ভূমিকা পালনের জন্য ‘হোয়াইট হেলমেট’ হিসেবে অভিহিত করা হয় এসব উদ্ধারকর্মীকে।

মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত আতারিব শহরে তাদের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় সরকার সমর্থিত জঙ্গি বিমান।

উদ্দেশ্যমূলকভাবেই ওই কার্যালয় লক্ষ্য করে করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

তবে রাশিয়া না সিরিয়ার জঙ্গি বিমান এই হামলায় অংশ নিয়েছে তা পরিষ্কার নয়।

সিরিয়ার লড়াইয়ে বাশার আল আসাদকে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া।

রুশ বিমান হামলায় ইতোমধ্যেই সহস্রাধিক বেসামরিক সিরীয় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.