ভারতে ৪ বছরের দাবদাহে মৃত ৪২০৪ জন

2016_04_28_13_03_59_7zzFcmBYZGs6MVkaIR23toyjgxXEv2_originalভারতে গত চার বছরের দাবদাহে মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ। এছাড়া গত মার্চ থেকে শুরু হওয়া উষ্ণ আবহাওয়ায় চলতি বছরও এ পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

লোকসভায় সাংসদদের এক প্রশ্নের জবাবে অন্ধ্রপ্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াইএস চৌধুরী বলেন, গত ৪ বছরের দাবদাহে দেশে ৪ হাজার ২শ ৪ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ২০১৩ সালে মারা গেছেন ১৪৩৩ জন, যার ১৩৯৩ জনই অন্ধ্র প্রদেশের বাসিন্দা।

এরপরের বছর অর্থাৎ ২০১৪ সালে দাবদাহে মারা গিয়েছিল মাত্র ৫৪৯ জন। কিন্তু ২০১৫ সালে ফের মৃতের সংখ্যা বেড়ে ২১৩৫ য়ে গিয়ে দাঁড়ায়। গতবছর ভারতে গরমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল অন্ধ্র প্রদেশে, ১৪২২ জন। আর তেলেঙ্গানায় মারা গিয়েছিল ৫৮৪ জন।

মন্ত্রী আরো জানান, চলতি বছর গত মার্চ থেকে শুরু হওয়া দাবদাহে এ পর্যন্ত যে ৮৭ জনের মৃত্যু হয়েছে, তাদের ৫৬ জনই তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। এদের মধ্যে উড়িষ্যায় ১৯ ও অন্ধ্র প্রদেশে মারা গেছে আরো ৮ জন। এছাড়া মহারাষ্ট্র, তামিল নাড়ু, কর্ণাটক ও কেরলায় একজন করে মারা গেছে।

তবে ভারতে চলতি মৌসুমে দাবদাহে মৃতের প্রকৃত সংখ্যা মন্ত্রীর উল্লেখিত সংখ্যার চাইতে আরো অনেক বেশি হবে বলেই মনে হয়। কেননা, এনডিটিভি’র অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানায় চলতি মৌসুমে দাবদাহে এ পর্যন্ত ১২২ জন মারা গেছে। ওই রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এছাড়া ঝাড়খণ্ড রাজ্যে মারা গেছে আরো ১৫ জনের বেশি মানুষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.