ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আবারো ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যম পাল্লার দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পর তা বিস্ফোরিত হয়। ফলে দ্বিতীয় বারের মতো তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অসফল হলো। এ মাসের শুরুতে মধ্যম পাল্লার প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয় উত্তর কোরিয়ার।
বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
কয়েক দিন বাদে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ও দেশের একমাত্র রাজনৈতিক দলের কংগ্রেস অনুষ্ঠিত হতে হচ্ছে। দীর্ঘ ৪০ বছর পর এ কংগ্রেস হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, কংগ্রেসের আগে শক্তি প্রদর্শন করতে উত্তর কোরিয়া অস্ত্রের মহড়া দিচ্ছে।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কংগ্রেসের আগে তারা পঞ্চম পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। এ বছরের জানুয়ারি মাসে চতুর্থ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, পূর্বাঞ্চলে উপকূলীয় শহর ওনসানে বৃহস্পতিবার সকালে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। কিন্তু কয়েক মুহূর্ত বাদে তা বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ স্যাটেলাইট এ ঘটনা ধারণ করেছে।
মুসুদান শ্রেণির ক্ষেপণাস্ত্র ৪ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। মুসুদান মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া বৃহস্পতিবার এ শ্রেণির একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়। মুসুদান ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে মুসুদান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা উৎক্ষেপণ করতে গিয়ে ব্যর্থতার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে গত মাস থেকে তাদের ক্ষেপণাস্ত্রবিষয়ক কর্মকাণ্ড স্যাটেলাইট ইমেজে স্পষ্ট ধরা পড়েছে।