আইএস নির্মূল : ১১ দেশ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র

united_air1462360873ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে পরবর্তী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র অন্য ১১টি দেশের সঙ্গে আলোচনা করেছে। আইএসের বিরুদ্ধে অভিযান জোরদারের কৌশল গুরুত্ব পেয়েছে আলোচনায়।

ইরাকে জঙ্গিগোষ্ঠীর হামলায় মার্কিন নৌকমান্ডোর এক সদস্য নিহত হওয়ার পর দিন বুধবার জার্মানির স্টুটগার্টে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড সদরদপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, ‘আইএসবিরোধী যুদ্ধে সম্প্রতি অগ্রগতি হলেও এ যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি।’

মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের সামরিক বাহিনী পেশমার্গার ওপর হামলা চালায় আইএস। এ সময় মার্কিন সামরিক বাহিনীর সদস্য নিহত হন। বিষয়টির ওপর আলোকপাত করেন কার্টার। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীরা আলোচনায় অংশ নেন।

২০১৪ সালে আইএসের উত্থাপের পর তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিয়ে মার্কিন সামরিক সদস্য নিহত হওয়ার তৃতীয় ঘটনা এটি। এর মধ্য দিয়ে আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তি আরো জোরালো হতে চলেছে।

এপ্রিল মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইরাকের তারা ২০০ স্থলসেনা পাঠাবে, যারা সামনের সারিতে থেকে ইরাকি সেনাদের পরামর্শক হিসেবে কাজ করবে। এদিকে এপ্রিলের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ঘোষণা দেন, সিরিয়ায় আইএসবিরোধী যোদ্ধাদের সাহায্য করতে ২৫০ সেনা পাঠাবেন তিনি। এসব সেনারা স্থল অভিযানে আইএসকে পরাস্ত করতে কাজ করবে।

অ্যাশ কার্টার জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটকে আরো কার্যকরী কিছু করার সুযোগ খুঁজতে হবে। তবে তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, আইএসবিরোধী অভিযানে তারা সফল হবেন। আরো দ্রুততার সঙ্গে অভিযানে অগ্রসর হওয়ার কথা বলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.