পোস্টার, ট্রেলর প্রকাশের পরই ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’-তে যৌনতা, অশ্লীলতার অভিযোগ যখন উঠতে শুরু করেছে, তখনই সেই অভিযোগে ধোঁয়া দিয়ে গতি বাড়াল এক খবর।
শোনা যাচ্ছে সিনেমার চিত্রনাট্য পড়ে অভিনয়ে রাজি হলেও পরে বেঁকে বসেন সিনেমার প্রধান নায়িকা উর্বশী রাউতেলা।
উর্বশী নাকি বলেন, সিনেমায় এমন কিছু দৃশ্য আছে যা তার পক্ষে করা সম্ভব নয়। এরপরেই উর্বশির মন গলাতে ময়দানে নামেন পরিচালক ইন্দ্র কুমার। পরিচালক বোঝান, চরিত্রের প্রয়োজনে এমন দৃশ্যে অভিনয় করাটা অসুবিধা হবে না। চিন মাস বোঝানোর পর অবশেষে রাজি হন নায়িকা উর্বশী।
ইন্দ্র কুমার দারুণ খুশি উর্বশির কাজে। মাস্তি সিনেমার পরিচালক বলছেন, উর্বশি নিজের সেরাটা দিয়েছে। অনেককে অডিশনে দেখার পর প্রধান চরিত্রে উর্বশিকে বেঝে নেওয়া হয় বলে জানান ইন্দ্র কুমার।
লেট দ্য মাস্তি এগেইন। হ্যাঁ, আবারও গ্রেটেস্ট মাস্তি করতে চলেছে রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি ও বিবেক ওবেরয়। ক দিন আগে মুক্তি পায় গ্রেট গ্রান্ড মাস্তির ট্রেলর ও ফার্স্ট লুক। রীতেশ টুইটার অ্যাকাউন্টে ছবির পোস্টার পোস্ট করেন। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২২ জুলাই। তার আগে ১৬ জুন প্রকাশিত হয় ছবির ট্রেলার। হিন্দি সিনে দুনিয়ায় ফার্স্ট অ্যাডাল্ট ছবি মাস্তি রীতিমত সাড়া ফেলে দিয়েছিল।
২০০৪ সালে এই ছবির সংলাপ থেকে দৃশ্যে সবই হাসতে হাসতে চোখে জল এনে দিয়েছিল দর্শকদের। তিনজন বিবাহিত পুরুষের জীবনে একটু স্পাইসির জন্য এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক তাদের কোথায় নিয়ে যায় সেই ছিল ছবির বিষয়বস্তু।
এরপর আসে মাস্তি ছবির সিক্যুয়েল ‘গ্র্যান্ড মাস্তি’। এই ছবি আগের থেকে হয়ে ওঠে আরও সাহসি। কমেডির এক ধরণ হিসাবে উঠে আসে সেক্সও। এবার পালা গ্রেট গ্রান্ড মাস্তির। স্পটলাইটে থাকছে উর্বশী রাউতেলা। মাস্তি এবার হবে গ্রেট অ্যান্ড গ্র্যান্ড। ছবির প্রচারে বলা হচ্ছে ২২ জুলাই ‘মাস্তি কা ভূত সব পে চরেগা’।
সূত্র: জিনিউজ