আবুধাবিতে আগুনে ১০ প্রাণহানি

Saudi_sm_360391842সৌদি আরব: (ফেব্রুয়ারি ২০, ২০১৫) আবুধাবির মোসাফফাহ নামক স্থানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ১২ জন। নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আবুধাবির বাংলাদেশ দ‍ূতাবাসের শ্রম কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেখানে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু প্রবাসী বাস করেন বলেও একাধিক বাংলাদেশি বাংলানিউজকে জানিয়েছেন।

নিহতদের মরদেহ আবুধাবী শেখ খলিফা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করে জানা যায়নি। মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা হবে বলে জানিয়েছে আবুধাবি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচে রেস্টুরেন্ট ও গাড়ির টায়ারের দোকানের উপরে বাসস্থানে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় সবাই ঘুমন্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.