শুটিংয়ে গিয়ে তুরস্কে আটকা পড়লেন মিমি

mimi-jugশুক্রবার রাতে সেনা অভ্যুত্থানের সম্মুখীন হল তুরস্ক। এই অভ্যুত্থানের চেষ্টায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে সেনা অভ্যুত্থান সফল হয়নি। তবে দেশজুড়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এ মাসের গোড়ার দিকে সিনেমার শুটিংয়ে গিয়েছিল পরিচালক বিরসা দাশগুপ্তের প্রায় ৪২ জন সদস্যের টিম। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা টিম আটকে পড়েছে সেখানে।

ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় একটি ছবির শুটিংয়ে এখন ইস্তাম্বুলে রয়েছেন বিরসা। ছবির নায়িকা মিমি এবং নায়ক যশ দাশগুপ্তও রয়েছেন ওই টিমে। রয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসুও। ভেঙ্কটেশ ফিল্মের তরফে জানা গিয়েছে, সকলে সুরক্ষিত আছেন। শহরের একটি হোটেলে রয়েছে গোটা টিম।

এ দিকে গতকাল রাত সাড়ে তিনটের সময় বাড়িতে ফোন করে স্ত্রী বিদীপ্তা চক্রবর্তীকে তুরস্কের পরিস্থিতির কথা জানান বিরসা। পাশাপাশি, তারা যে সুরক্ষিত রয়েছেন এ কথাও জানান তিনি।

ভেঙ্কটেশ ফিল্মের এই ছবি দিয়েই বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আগামী ১৫ অগস্ট পর্যন্ত শুটিং সিডিউল নিয়ে ইস্তাম্বুলে গিয়েছেন কাস্ট অ্যান্ড ত্রু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুল পৌঁছেছেন তারা। তবে এই পরিস্থিতিতে শুটিং কতটা করা সম্ভব, এখন সেটাই দেখার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.