চলে গেলেন প্রখ্যাত তারকা শিল্পী অলিভিয়া নিউটন-জন
চলে গেলেন অস্ট্রেলিয়ান গ্র্যামি জয়ী শিল্পী ও অভিনেত্রী অলিভিয়া নিউটন। ক্যানসারে আক্রান্ত ছিলেন এই শিল্পী। ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। অলিভিয়া নিউটন-জনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে এই খবরটি জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় খামার বাড়িতে পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে অলিভিয়া নিউটন-জন শান্তিপূর্ণভাবে মারা গেছেন।’