গ্র্যাজুয়েশন করবেন সোনম

pic-06_192640অভিষেক হওয়ার পর থেকে বলিউডের ফ্যাশনেবল অভিনেত্রীর তকমাটি জুটে গেছে সোনম কাপুরের নামের সঙ্গে। ছবি সফল হোক বা ব্যর্থ, আলোচনায় থাকছেন তিনি। কিন্তু তার পরও একটি অতৃপ্তি সব সময় কষ্ট দেয় সোনমকে, এখনো পড়াশোনা শেষ হয়নি তাঁর। তাই এ বছরই আবার বই হাতে তুলে নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমার জীবনের একমাত্র দুঃখ পড়াশোনাটা শেষ করতে না পারা। তবে যেভাবেই হোক এ বছরই স্নাতক শেষ করব। শিগগিরই সাহিত্যে ডিগ্রি নেওয়ার জন্য আবারও পড়াশোনা শুরু করব।’ ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে অভিষেক করা সোনম মনে করেন, আরো চার বছর পর তাঁর বলিউডে আসা উচিত ছিল। তিনি বলেন, ‘কলেজ শেষ করেই বলিউডে পা রাখি। অথচ আর চারটা বছর অপেক্ষা করলেই পড়াশোনা শেষ করতে পারতাম।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.