পারস্য উপসাগরীয় এলাকায় জঙ্গি বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সেনা সদর দফতর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে।

পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।

সোমবার এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের সহকারী প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলতি মাসের গোড়ার দিকে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন।

গত ১০ জুলাই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কমান্ডার অভিযোগ করেন, পারস্য উপসাগরে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করেছে এবং ইরানি তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি জাহাজকে আটকের চেষ্টা করলে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করে। তবে ইরানের সেনারা ওই জাহাজ আটক করতে সক্ষম হয়। আইআরজিসি’র কমান্ডার রমজান জির-রাহী বলেন, মার্কিন সেনাদের সহযোগিতায় ওই জাহাজ তেল চুরি করছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.