যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-শাবাবের ১৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্র সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের ১৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে। সোমালিয়া সরকারের অনুরোধে এ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম)।

এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, শনিবার ভোররাতে আল শাবাবের সঙ্গে লড়াইরত সোমালি সেনাবাহিনীর সমর্থনে সম্মিলিত আত্মরক্ষার বিমান হামলাটি চালানো হয়।

আফ্রিকম জানায়, এতে আল শাবাবের ১৩ যোদ্ধা নিহত হয়েছে এবং কোনো বেসামরিক আহত বা নিহত হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.