ফিলিপিন্সের একটি বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তাকে চীনের এক যাত্রীর কাছ থেকে চুরি করা ৩০০ ডলার (প্রায় ৩৩ হাজার তাকা) গিলে ফেলতে দেখা গেছে। এই ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এনডিটিভি জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একে এই ঘটনাটি ঘটে। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা কর্মকর্তা তার মুখে নগদ টাকা ঢুকিয়ে দিয়ে তা চিবোতে শুরু করেন। এ সময় টাকার কিছু অংশ বের হয়ে আসলে তা আঙুল দিয়ে আবার মুখের ভেতর নিয়ে নেন। এরপর একটি বোতল থেকে পানিও খেতে দেখা যায় তাকে।
সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, ওই চীনা ব্যক্তি যখন এক্সরে স্ক্যান করছিলেন তখন ওই নিরাপত্তা কর্মকর্তা তার হাতে বহন করা ব্যাগ থেকে টাকা চুরি করেন। কর্মকর্তারা বলেছেন, মামলার তদন্ত অব্যাহত থাকায় ওই কর্মকর্তাসহ চার অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
অফিস ফর ট্রান্সপোর্টেশন সিকিউরিটি (ওটিএস) তাদের ফেসবুক পেজে এই ঘটনা সম্পর্কে একটি বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় জড়িত নিরাপত্তা কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে। এখানে একজন চীনা নাগরিকের ৩০০ ডলার চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা এখন ঘটনা দুটি নিয়ে তদন্ত করছি।
ওটিএস জানিয়েছে, ঘটনাটি কর্মচারীদের আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন এবং আমাদের মূল মূল্যবোধের পরিপন্থী। ওটিএস প্রশাসক মাও অ্যাপলাস্কা বলেছেন, কর্তৃপক্ষ ওই কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার কথা বিবেচনা করছে।