চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহের দায়ে ১টি ডাম্প ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মাটি কাটায় জড়িত জুয়েল (৪০) নামের একজনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।
অংছিং মারমা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর বিধি অনুযায়ী আটককৃতকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার (১ ডিসেম্বর ) দুপুরে উপজেলার সন্দ্বীপ পৌরসভা ৬ নং ওয়ার্ড বাগের হাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক আটক করা হয়। এই সময় ট্রাক ড্রাইভার ও হেল্পার পালিয়ে গেলেও মাটি ব্যবসার সাথে জড়িত কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা জুয়েলকে আটক ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এভিয়েশন নিউজকে জানান, ভাঙ্গনে কবলিত হয়ে সন্দ্বীপের হাজার হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জেগে ওঠা চর ও বিদ্যমান কৃষিজমি রক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত। দ্বীপ ও পরিবেশ রক্ষা আইন অমান্য করে মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসকের পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।