ওয়াশিংটনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

ওয়াশিংটনের কাছে মার্কিন সেনা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন ডুবুরিরা। বৃহস্পতিবার বিকালে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডুবুরিরা বিমানের ককপিট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখান থেকে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন। তবে এটি ককপিটের ভয়েস রেকর্ডার নাকি ফ্লাইট ডাটা রেকর্ডার, তা এখনো নিশ্চিত নয়।

তদন্তকারী দল ককপিটের ভেতর লাগেজ ও অন্যান্য ধ্বংসাবশেষও পেয়েছে বলে জানিয়েছে সিবিএস।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রবল স্রোতের কারণে দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ ও মৃতদেহ অনেক দূরে ভেসে গেছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার মাঝ-আকাশে সংঘর্ষে লিপ্ত হয়।

জানা গেছে, যাত্রীবাহী বিমানটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসি যাচ্ছিল। এতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অন্যদিকে সামরিক হেলিকপ্টারটিতে অন্তত ৩ জন মার্কিন সেনা সদস্য ছিলেন।

উভয়ের মধ্যে সংঘর্ষের ফলে বিমানটি মাঝ আকাশেই দু’ভাগ হয়ে পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, নদী থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো জীবিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

আমেরিকান ঈগল (The Wichita Eagle) জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মার্কিন জুনিয়র ফিগার স্কেটিং দলের সদস্যরা ছিলেন।

এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ওই বিমানে ইভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভ নামে রাশিয়ার ১৯৯৪ সালের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ফিগার স্কেটারও ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.